বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, রাজ্যের জন্য কি সতর্কতা ? সকাল থেকে আকাশের মুখ ভার।চলছে ভারী থেকে মাঝারি বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সেটা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে। যার জেরে মধ্য ভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ওড়িশার উপকূলবর্তী জেলা গুলিতে এখনও তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরী সহ একাধিক জায়গায় তুমুল উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দিঘাতেই সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিেয়ছে। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। গতকাল সকাল থেকেই মাইকিং করে সতর্ক করা হয়েছে।
গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে সরে এসেছে। সোমবার সকালেই ওড়িশার চাঁদবালীর কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। যার জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ওড়িশার উপকূলবর্তী জেলা গুলিতে তুমুল বৃষ্টি শুরু হয়েছে।
আর ও পড়ুন প্রতি রাতে বিছানায় নগ্ন হয়ে ঘুমানোর স্বাস্থ্য উপকারিতা?
এখনও পর্যন্ত পুরীতে সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক জায়গায় জল জমে গিয়েছে পুরী শহরের। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হবে বলে জািনয়েছে হাওয়া অফিস।
নিম্নচাপের কারণে ছত্তিশগড়েও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ওড়িশা থেকে নিম্নচাপটি ক্রমশ ছত্তিশগড় এবং মধ্য প্রদেশের দিকে সরতে শুরু করবে। কাজেই আগামী ২৪ ঘণ্টা ওড়িশার উপকূলূর্তী জেলা গুলিতে বৃষ্টির পাশাপাশি অন্যান্য ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের জেলা গুলিতেও বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে।
পশ্চিমবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সকাল থেকেই মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে।শুধু বৃষ্টি নয় নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়াও বইবে। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
সেই ঝড়ের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতিঘণ্টাও হতে পারে বলে জানা গিয়েছে। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে একাধিক রাজ্যে। ২৪ ঘণ্টা পর সেই নিম্নচাপ দুর্বল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেকারণে আজ এবং আগামিকাল বৃষ্টি চলবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ে হাওয়া বইছে জেলা গুলিতে। আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্ট কমতে শুরু করবে।