নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৯ নভেম্বর, সোমবার গভীর রাতে আগুনে ভষ্মিভূত হয়ে যায় ফলতার একটি প্লাস্টিক কারখানা। ভস্মীভূত হয়ে যায় কারখানার একটি বড় অংশ।ঘটনাটি ঘটেছে বাবুরিয়ার একটি প্লাস্টিক কারখানায়। আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে দমকলের দশটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।
প্রথমে স্থানীয় মানুষ ও কারখানায় কর্মরত সিকিউরিটি গার্ড লক্ষ্য করে কালো ধোঁয়া। তারপর নজরে আসে কারখানার উপরের দিকটা জ্বলছে। তা দেখে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কি কারনে এই আগুন লেগেছে তা এখোনও জানা যায়নি।