নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৯ মার্চ, গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এক দিনমজুরের ঘর। এই নিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গড়গড়ি গ্রামে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই বাড়ির এক ছেলে দাদনে খাটতে যেতে অস্বীকার করায় ঠিকাদারের লোকজনই নাকি রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় ঘরে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে তিন ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে। এর ফলে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন যাওয়ার প্রধান শক্তি অবরুদ্ধ হয়ে যায় তিন ঘন্টা ধরে। তিন ঘন্টা পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে আলোচনায় বসে তারপরই পথ অবরোধ তুলনা নেওয়া হয়।
আগুন লাগার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর-এর তুলসিহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ শান্তি ওরাও জানান, “গতকাল রাত বারোটা নাগাদ আমি আমার বউ মার চিৎকার শুনতে পেয়ে ঘরের বারান্দায় ছুটে আছি সেখানে দেখতে পাই বাইরে থেকে আমাদের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে ঘরেরচালে আগুন লাগানো হয়েছে। মাটির দেওয়ালে পেট্রোলের গন্ধ আমি পাই। কার সাথে মাটির দেওয়ালে আগুনের ফুলকি লক্ষ্য করি। আমরা এই বাড়িতে ছেলে বৌমা স্বামী স্ত্রী সহ বাচ্চাকাচ্চা নিয়ে সাতজন থাকি।আমি চিৎকার করে বাড়ির অন্য লোকের ডেকে তুলি কোনরকমে দরজা ভেঙে আমার ছেলেরা ঘর থেকে বার হয়ে দৌড়াই। অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন রাস্তা অবরোধ করে সকাল থেকেই। এর জেরে ঘন্টা তিনেক দুই দিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।