কলকাতা – ভিসা সমস্যার জট কাটিয়ে অবশেষে মঙ্গলবার গভীর রাতে কলকাতায় পৌঁছলেন মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। মধ্যরাতেও বিমানবন্দরে হাজির ছিল সবুজ-মেরুন সমর্থকদের ভিড়। তাঁদের উচ্ছ্বাস ও ভালোবাসায় আপ্লুত লোবেরা জানিয়েছেন, তিনি দ্রুতই দলের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। তাঁর সঙ্গে শহরে পৌঁছেছেন সহকারী কোচ দেওগ্রাসিয়া মার্কেজও।
কলকাতায় প্রথম দিন বিশ্রাম নেবেন লোবেরা। বুধবার দলের অনুশীলনে ছুটি থাকায় তিনি বৃহস্পতিবার থেকেই জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের নিয়ে মাঠে নেমে পড়বেন। এর মধ্যেই মোহনবাগান ফুটবলাররা আগেই অনুশীলন শুরু করেছেন। লোবেরা দেরি করায় গত দু’সপ্তাহ ফিটনেস ট্রেনার সার্জিও গার্সিয়া দলের ফিটনেস ট্রেনিং করিয়ে এসেছেন। এদিকে পায়ে ফোসকার সমস্যা থাকায় দিমিত্রি পেত্রাতোস বুধবার দলের সঙ্গে অনুশীলনে নামতে না পারলেও মাঠে উপস্থিত থেকে হালকা জিম সেরে নেন।
এই পর্বে মোহনবাগান গ্রাউন্ডে অনুশীলন করলেও বৃহস্পতিবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠেই দলকে নিয়ে নামবেন লোবেরা। সুপার কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জোসে মোলিনাকে সরিয়ে দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। যদিও আইএফএ শিল্ডে সাফল্য এসেছে, কিন্তু ডুরান্ড কাপ ও সুপার কাপে কাঙ্ক্ষিত ফল না মেলায় সমর্থকদের হতাশা রয়ে গিয়েছে। তাই নতুন কোচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে।
ভারতীয় ফুটবলের অভিজ্ঞ কোচ হিসেবে লোবেরাকে আদর্শ মনে করছে ম্যানেজমেন্ট। অতীতে একাধিক আইএসএল ক্লাবে দাপটের সঙ্গে কোচিং করিয়ে লিগ শিল্ড এবং আইএসএল কাপ—দুটিই জিতেছেন তিনি। একসময় ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা এগোলেও কলকাতার ফুটবলে তাঁর আগমন হয়নি। অবশেষে সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব নিয়ে তিনি কতটা সাফল্য এনে দেন, সেটাই এখন দেখার বিষয়।




















