নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি, গভীর রাতে বাড়ির মালিক কে মারধর করে লক্ষাধিক টাকার সোনা সহ নগদ টাকা লুঠ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা এলাকার উকিলের বাজারের ফটিক পুর তেতুল তলার ঘটনা।বাড়ির মালিক আদিত্য সামন্ত এলাকার প্রসিদ্ধ সোনা ব্যবসায়ী।
জানা যায়, গভীর রাতে এলাকার ব্যবসায়ী আদিত্য সামন্তের বাড়িতে একদল সশস্ত্র দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। গভীররাত থাকায় বাড়ির মধ্যে ঢুকে ডাকাত দলটি টাকার সোনার গহনা সহ নগদ টাকা লুট করে। এমনকি ডাকাতিতে বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে চম্পট দেয়। এরপর চিতকার চেচামেচিতে আশেপাশের লোকজন বেরিয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত বাড়ির সদস্যদের উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি বাড়ির মালিক আদিত্য সামন্তকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ এবং বাদ পড়েনি বাড়ির শিশু ও মহিলারা। তাদেরকেও বেধড়ক মারধোর করে দুষ্কৃতকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।