গভীর রাতে ভুমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর নেই । শুক্রবার গভীর রাতে মৃদু ভুমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তর বঙ্গ, অসম, ভুটানের বেশির ভাগ অংশ। অবশ্য রিখটার স্কেলে এই ভুমিকম্পের তীব্রতা কম থাকায়, এই কম্পন অনেক মানুষ অনুভব করতে পারেননি।
জলপাইগুড়ির বাসিন্দা গৌতম মাহাতো বলেন, শুক্রবার গভীর রাতে পরপর দুবার সামান্য কেঁপে ওঠে মাটি। খুব সামান্য কম্পন অনুভব করায়, আদৌ কম্পন হল কি না, মনে একটা দ্বিধা তৈরি হয়েছিল।
জানা গেছে, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭ বলে জানাগেছে। এবিষয়ে ভুগোল শিক্ষক বিশ্বজিৎ মন্ডল বলেন, সমগ্র উত্তরবঙ্গটাই ভুমিকম্প প্রবন অঞ্চল। এখানে বহু মৃদু কম্পন প্রায়ই অনুভূত হয় না অথচ রিখটার স্কেলে ধরা পড়ে। তবে, কম্পন বিষয়ে সাধারণ মানুষকে সবসময়ই সচেতন থাকা প্রয়োজন। শেষ খবর পর্যন্ত, এই ভুমিকম্পের ফলে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
আরও পড়ুন – কাঁথি পুরসভা ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার এক মহিলা
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে মৃদু ভুমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তর বঙ্গ, অসম, ভুটানের বেশির ভাগ অংশ। অবশ্য রিখটার স্কেলে এই ভুমিকম্পের তীব্রতা কম থাকায়, এই কম্পন অনেক মানুষ অনুভব করতে পারেননি।
জলপাইগুড়ির বাসিন্দা গৌতম মাহাতো বলেন, শুক্রবার গভীর রাতে পরপর দুবার সামান্য কেঁপে ওঠে মাটি। খুব সামান্য কম্পন অনুভব করায়, আদৌ কম্পন হল কি না, মনে একটা দ্বিধা তৈরি হয়েছিল। জানা গেছে, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭ বলে জানাগেছে। এবিষয়ে ভুগোল শিক্ষক বিশ্বজিৎ মন্ডল বলেন, সমগ্র উত্তরবঙ্গটাই ভুমিকম্প প্রবন অঞ্চল। এখানে বহু মৃদু কম্পন প্রায়ই অনুভূত হয় না অথচ রিখটার স্কেলে ধরা পড়ে। তবে, কম্পন বিষয়ে সাধারণ মানুষকে সবসময়ই সচেতন থাকা প্রয়োজন। শেষ খবর পর্যন্ত, এই ভুমিকম্পের ফলে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।