নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ : বীরভূমের সিউড়ি লম্বোদর পুর মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে একটি হোটেলের সামনে কেউ বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ উঠেছে। হোটেল মালিকের বক্তব্য দিন কয়েক ধরেই স্থানীয় কয়েকজন যুবক টাকা চাইছিল তাকে। টাকা দিতে অস্বীকার করায় ঝামেলার সৃষ্টি হয় হোটেল মালিকের সাথে ওই যুবকদের।

সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর আটক করা হয়েছিল একজন যুবককে। পরবর্তী ক্ষেত্রে মুচলেকা দিয়ে বাড়ি পাঠানো হয় ওই যুবকের। অভিযোগ গতকাল রাত্রে হোটেলের সামনে এসে কেউ বা কারা বোমাবাজি করে। যদিও এই ঘটনার সাথে ঐ সমস্ত যুবকরা জড়িত রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সিউড়ি থানার পুলিশ।
