গরমকালে গার্গীর প্রিয় ফল কী?

গরমকালে গার্গীর প্রিয় ফল কী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিপাড়ায় অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর জনপ্রিয়তা তুঙ্গে। বহুবছর ধরে অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই নায়িকার বয়স কত। নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতেই পছন্দ করেন গার্গী। গরমের এই মরশুমে সকলেরই নাজেহাল অবস্থা। এই সময়ই হালকা ও কম মশলাপাতি খাবার খাওয়াই উচিত সকলের। আর এই তীব্র গরমে গার্গী নিজেকে কীভাবে ভাল রাখছেন, সেটাই জানালেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। গার্গী যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তাঁকে সাদা রঙের টি-শার্ট ও কালো রঙের ঢিলেঢালা প্যান্টে দেখা গিয়েছে। একেবারে ঘরোয়া পোশাক ও নো মেকআপ লুকস অভিনেত্রীর। আর গার্গীর হাতে ধরা তালশাঁস। এই গরমে অভিনেত্রীর কাছে এই ফল কোনও মহৌষধের থেকে কম কিছু নয়। তালশাঁসগুলির খোসা ছাড়িয়ে তা নিয়ে টেবিলে বসে পড়েন অভিনেত্রী।



গার্গীর কথায়, বৃষ্টি কবে আসবে তা তিনি জানেন না। তবে এই জলভরা সন্দেশ যেটা তালশাঁস নামে পরিচিত, এটা যখন তিনি হাতে পেয়েছেন, তখন আর ছাড়বেন না। অভিনেত্রী জানিয়েছেন যে প্রতি গরমকালে এই তালশাঁস তাঁর প্রধান খাবার। এরপরই টপাটপ মুখে পুরে দেন গার্গী তাঁর এই প্রিয় ফল। দুটো তালশাঁস খাওয়ার পর তৃতীয়টি তিনি পরে খাবেন বলে রাখেন। কারণ গার্গী জানান যে এই তালশাঁস সব জায়গায় পাওয়া যায় না, তিনি কেষ্টপুর বাজার থেকে এই ফলটি পেয়েছেন। অবশিষ্ট একটা তালশাঁস তিনি পরে খাবেন বলে রেখে দেন। ভিডিওতে অভিনেত্রীর তালশাঁস খাওয়া দেখেই মনে হচ্ছে অভিনেত্রী দারুণ তৃপ্তি পেয়েছেন এটা খেয়ে। টলিপাড়ার মার্জিত সুন্দরী বলেই পরিচিত গার্গী। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। থিয়েটার থেকেই উত্থান অভিনেত্রীর। এরপর একের পর এক সিনেমায় অভিনেত্রী তাঁর অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। তবে খুব একটা বড়পর্দায় তাঁর দেখা মেলে না। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তিনি ছোট ছোট কবিতার ভিডিও পোস্ট করে থাকেন। অভিনয়ের পাশাপাশি গান ও কবিতা দুটোতেই পারদর্শী গার্গী। নিজেকে ফিট রাখতে ভালোবাসেন অভিনেত্রী। তাই শরীরচর্চার সঙ্গে মেপে খাওয়া-দাওয়াও করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top