গরমে মেকআপ ঠিক রাখার উপায়

গরমে মেকআপ ঠিক রাখার উপায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গরমে মেকআপ ঠিক রাখার উপায় ? গরমে মেকআপ ঠিক রাখা বেশ কষ্টকর। এ সময় ওয়াটারপ্রুফ মেকআপ প্রসাধনী ব্যবহার না করলে মেকআপ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই গরমে খুব কম প্রসাধনীতে সাজ সম্পন্ন করা উচিত। তবে অল্প মেকআপে নিজেকে আরও সুন্দর লাগাতে কী করবেন আর কী করবেন না তা জানা নেই অনেকরই। চলুন তবে জেনে নেয়া যাক গরমে কম মেকআপে ঝলমলে ত্বক পাওয়ার কৌশল-

 

১। ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা ক্যামেলিয়া অয়েল ব্যবহার করুন। মেকআপ করার সময় সেটি বেস হিসেবে ব্যবহার করুন। এছাড়া শিমারি গোল্ড বা সিলভার শেডের আইশেডোর সঙ্গে আপনি ফেস অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে কম মেকআপেই ত্বক ঝলমল করবে।

 

২। ঠোঁট পাতলা হলে পেনসিল দিয়ে এঁকে নিন। তারপর হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঘামও কম হবে আবার ছড়িয়েও পড়বে না।

৩। চোখ উজ্জ্বল দেখানোর জন্য ব্যবহার করুন হাইলাইটার। হাতে সময় কম কিন্তু আপনি পলিশড লুক চাচ্ছেন এক্ষেত্রে ব্যবহার করুন হাইলাইটার। ক্রিমি হাইলাইটার ব্যবহার করে তারপর কনসিলার লাগিয়ে সিম্পল চোখের সাজ করে নিতে পারেন।

আর ও  পড়ুন  আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা

৪। আইল্যাশ কার্ল করতে প্রায় ৩-৪ মিনিট সময় লেগে যায়। তবে বেশিরভাগ মানুষই তা সঠিকভাবে করতে পারে না। ল্যাশ কার্লার দিয়ে আপনার আইল্যাশ কার্ল করে নিন। এরপর মাশকারা লাগিয়ে নিতে হবে। আপনি যদি ন্যাচারাল লুক চান, তাহলে মাশকারার বিষয়টি এড়িয়ে যাবেন না। তবে কম পরিমাণে ব্যবহার করুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top