গরম পড়ছে, পরিষ্কার করার জন্য বাতানুকূল যন্ত্র খুলতেই চোখ ছানাবড়া! কী দেখে চমকালেন প্রৌঢ়?

গরম পড়ছে, পরিষ্কার করার জন্য বাতানুকূল যন্ত্র খুলতেই চোখ ছানাবড়া! কী দেখে চমকালেন প্রৌঢ়?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল -গরমকাল এগিয়ে আসছে। বাড়িতে বাড়িতে বাতানুকূল যন্ত্র সাফাই এবং সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তেমনই একটি বাতানুকূল যন্ত্র পরিষ্কার করার সময় তাজ্জব বনে গেলেন বাড়ি মালিক। যন্ত্রের ঢাকানা খুলতেই তার ভিতর থেকে কিলবিল করতে দেখা গেল একাধিক সাপকে! অবিশ্বাস্য মনে হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।



ভাইরাল সেই পোস্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের পেন্ডুরথি এলাকায়। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাটের উপর দাঁড়িয়ে বাতানুকূল যন্ত্র পরিষ্কার করছেন এক প্রৌঢ়। যন্ত্রের উপরের ঢাকনা খুলতেই তাজ্জব বনে যান তিনি। বাতানুকূল যন্ত্রের ভিতরে কিলবিল করতে দেখেন সাপের একগুচ্ছ বাচ্চাকে। এর পর অতি সন্তর্পণে সাপগুলিকে হাতে করেই বার করে আনেন তিনি। অবাক হয়ে যান সাপগুলিকে দেখে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।


বুধবার ‘তেলুগু স্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক হইচই ফেলেছে। কী ভাবে সাপগুলি বাতানুকূল যন্ত্রের ভিতর প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, বাতানুকূল যন্ত্রের জল বেরোনোর পাইপ বা ‘আউটলেট’ পাইপগুলির মুখ খোলা থাকলে অনেক সময়ই সাপ বা অন্য পোকামাকড় ওই পাইপ দিয়ে ভিতরে ঢুকে পড়ে। ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে ভয় ঢুকে গেল! আমি এর পর থেকে না দেখে বাতানুকূল যন্ত্র চালুই করব না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কখনও আর শান্তিতে ঘুমোতে পারব না। ভাবুন তো, এসি চালু রেখে ঘুমাচ্ছেন আর তখনই সাপ বেরিয়ে এল।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top