বর্ধমান – বর্ধমানের আউসগ্রামের শংকর মিশ্রর অবিশ্বাস্য ক্ষমতা! “শঙ্কর মিশ্র যেন এক জীবন্ত আশ্চর্য”, এমনটাই বলেন সেখানকার মানুষজন। অবাক হচ্ছেন! ভাবছেন তো কীভাবে অসম্ভবকে সম্ভব করেন শঙ্করবাবু?পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের কালিদহ গ্রামের এক সাধারণ মিষ্টান্ন ব্যবসায়ী শঙ্কর মিশ্র।
সাধারণ বলছি ঠিকই, কিন্তু তার ক্ষমতা একেবারে অসাধারণ। দীর্ঘ ৩৮ বছর ধরে মিষ্টান্ন ব্যবসার সঙ্গে জড়িত শঙ্কর মিশ্র এমন এক অবিশ্বাস্য দক্ষতার অধিকারী যা শুনলে চমকে যাবেন সবাই।
তাঁর দোকানে গেলে দেখবেন, গরম রসে ফুটন্ত গরম মিষ্টি অনায়াসে হাতে তুলে নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, ফুটন্ত তেল থেকে খালি হাতে তুলে আনছেন আলুর চপ ও সিঙ্গারা পর্যন্ত।
এজন্য কোনও রকম সুরক্ষা সরঞ্জাম বা হাতের গ্লাভস ব্যবহার করেন না তিনি। এবং আশ্চর্যের বিষয় হল, এত গরমের মধ্যেও তাঁর হাতে পড়ে না একটিও ফোস্কা।
অনেকেই এই দৃশ্য দেখে অবাক হয়ে যান এবং ভাবেন এটা কোনো বিশেষ প্রশিক্ষণের ফলাফল। তবে শঙ্কর মিশ্র জানিয়েছেন, এর পেছনে নেই কোনো ধরনের প্রশিক্ষণ বা অলৌকিক ক্ষমতা। ছোটবেলা থেকেই তিনি এই কাজ করছেন এবং ধীরে ধীরে তার হাতে এমন এক অভ্যাস তৈরি হয়েছে, যা তাকে এই অসাধারণ ক্ষমতার অধিকারী করে তুলেছে।
মিষ্টি বিক্রেতা শঙ্করের এই ক্ষমতা স্থানীয়দের কাছে তাকে বিখ্যাত করে তুলেছে। দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে, আর তার এই কৌশল দেখতে প্রতিদিনই বহু মানুষ ভিড় জমায়। কেউ কেউ তার এই কৌশল শিখতে চাইলেও শঙ্কর মিশ্র বলছেন, এটা কোনও কৌশল নয়, বরং অভ্যাসের ফলাফল। অনেকে এই দক্ষতার জন্য তাঁকে পুরস্কৃত করার কথাও ভাবছেন। তবে শঙ্কর মিশ্র একেবারেই সাদাসিধে মানুষ। তিনি তার কাজ করতে ভালোবাসেন এবং নিজের মিষ্টান্ন ব্যবসায়ী জীবন নিয়েই খুশি।
এ যেন এক জীবন্ত বিস্ময়! গরম রসে হাত ডুবিয়ে মিষ্টি তুলতে গিয়ে যেখানে অন্য কেউ ব্যথায় চিৎকার করে উঠবে, সেখানে শঙ্কর মিশ্র দিব্যি স্বাভাবিক থাকেন। চোখেমুখে তাঁর একটা হাবভাব, এ এমন কী ঘটনা, তবে তাঁর এই অসাধারণ দক্ষতা দেখে স্থানীয়রা বলেন, “শংকর মিশ্র যেন এক জীবন্ত আশ্চর্য”।
