গরু পাচার মামলায় এনামূল হকের ঘনিষ্ঠ জেনারুল শেখকে গ্রেপ্তার সিআইডির। শনিবার, রঘুনাথগঞ্জ থেকে জেনারুল শেখকে সিআইডি গ্রেপ্তার করে। নিরাপত্তা জনিত কারণে রাতেই ধৃতকে বহরমপুরে নিয়ে আসা হয়। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেনারুল শেখের উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খন্ডে প্রচুর সম্পত্তি রয়েছে। সেগুলি ইতিমধ্যে সিল করা হয়েছে।
ধৃতের আইনজীবী সুবীর রায় বলেন, বেশ কয়েক বছর আগে পাচারের আগে খোয়াড়ে ১২০০ গরু মারা যায়। সেই ঘটনায় দুইজন খোয়াড় মালিকের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মামলা করে এবং চার্জশিটও দাখিল করে। সেই মামলায় পুনরায় তদন্তে নেমে সিআইডি আমার মক্কেলকে গ্রেপ্তার করে। ওই ঘটনার সঙ্গে জেনারুল জড়িত নেই। সূত্রের খবর, এনামূলের ঘনিষ্ঠ এই জেনারুল। এনামূল জেলে যাওয়ার পর থেকেই জেনারুলের তত্ত্বাবধানে এই জেলায় গরু পাচার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ।
আরও পড়ুন – ব্রিটিশরা যখন পয়সা গুনছে, তখন ইউক্রেনীয়রা লাশ গুনছে, ইউক্রেনের ফার্স্ট লেডি
উল্লেখ্য, শনিবার, রঘুনাথগঞ্জ থেকে জেনারুল শেখকে সিআইডি গ্রেপ্তার করে। নিরাপত্তা জনিত কারণে রাতেই ধৃতকে বহরমপুরে নিয়ে আসা হয়। রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেনারুল শেখের উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খন্ডে প্রচুর সম্পত্তি রয়েছে। সেগুলি ইতিমধ্যে সিল করা হয়েছে।
ধৃতের আইনজীবী সুবীর রায় বলেন, বেশ কয়েক বছর আগে পাচারের আগে খোয়াড়ে ১২০০ গরু মারা যায়। সেই ঘটনায় দুইজন খোয়াড় মালিকের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মামলা করে এবং চার্জশিটও দাখিল করে। সেই মামলায় পুনরায় তদন্তে নেমে সিআইডি আমার মক্কেলকে গ্রেপ্তার করে। ওই ঘটনার সঙ্গে জেনারুল জড়িত নেই। সূত্রের খবর, এনামূলের ঘনিষ্ঠ এই জেনারুল। এনামূল জেলে যাওয়ার পর থেকেই জেনারুলের তত্ত্বাবধানে এই জেলায় গরু পাচার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ।