বনগাঁ হাসপাতালে গর্ভবতী মায়ের মৃত্যু ঘিরে ধুম ধুমার । চিকিৎসকের বিরূদ্ধে অভিযোগ পরিবারের । লিখিত অভিযোগ হলে তদন্ত হবে দাবি সুপারের । শনিবার সকালে বনগাঁর রাওতরারার বাসিন্দা সাধনা মণ্ডল (২৬) কে অন্তঃসত্ত্ব অবস্থায় ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাতে সাধনা মন্ডলকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে ।
অজ্ঞানের ইনজেকশন করা হয় তারপরেই রোগীর অবস্থার অবনতি হতে থাকে । চিকিৎসকরা করোনা পরীক্ষা করার রোগীকে । করোনা রিপোর্ট পজেটিভ আসে রোগীর । এবং আজ ভোররাতে মৃত্যু হয় সাধনা মন্ডলের । এর পরেই রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে হাসপাতাল কর্মীদের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ ।
আরও পড়ুন – খুশির ঈদ উৎসবে মেতে উঠলো ময়নাগুড়ি
উল্লেখ্য, বনগাঁ হাসপাতালে গর্ভবতী মায়ের মৃত্যু ঘিরে ধুম ধুমার । চিকিৎসকের বিরূদ্ধে অভিযোগ পরিবারের । লিখিত অভিযোগ হলে তদন্ত হবে দাবি সুপারের । শনিবার সকালে বনগাঁর রাওতরারার বাসিন্দা সাধনা মণ্ডল (২৬) কে অন্তঃসত্ত্ব অবস্থায় ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাতে সাধনা মন্ডলকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে ।
অজ্ঞানের ইনজেকশন করা হয় তারপরেই রোগীর অবস্থার অবনতি হতে থাকে । চিকিৎসকরা করোনা পরীক্ষা করার রোগীকে । করোনা রিপোর্ট পজেটিভ আসে রোগীর । এবং আজ ভোররাতে মৃত্যু হয় সাধনা মন্ডলের । এর পরেই রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে হাসপাতাল কর্মীদের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ ।