নিজস্ব সংবাদদাতা ১৩জানুয়ারি ২০২১:গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হলে সুখদেব হালদার নামে এক যুবক।এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় কাকভোরে রঘুনাথগঞ্জ থানার সোনাটিকরি কলোনিতে।
প্রাথমিক সূত্রে জানাগেছে মঙ্গলবার রাত্রে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘরে চলে যায়। তারপরই আচমকা কাকভোরে পরিবারের লোকজন দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। পরিবারের লোকজন রঘুনাথগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় জঙ্গিপুর মহাকুমা সুপার স্পেশালিটি হসপিটালে। তার পর এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে,তবে কি কারনে এই মৃত্যু তাঁর সদুত্তর জানা নেই পরিবারের কাউরই । পুরো ঘটনার তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন…স্থায়ী চাকুরির দাবিতে ডেপুটেশন জমা দিল উত্তর দিনাজপুরের জমির মালিকেরা