গল্ডব্লাডারের কি কি লক্ষণ থাকে একনজরে জেনে নিন

গল্ডব্লাডারের কি কি লক্ষণ থাকে একনজরে জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ১৩ নভেম্বর, ২০২০: সাধারণত অল্প পেট ব্যথা বা সাময়িক কিছু লক্ষণের মধ্যে দিয়ে বোঝা যায় যায় না গল্ডব্লাডারের ব্যাথা। কিন্তু পরে গিয়ে ভয়ঙ্কর রূপ নেয়। তাই একনজরে জেনে নিন আপনার শরীরে এইরকম কিছু লক্ষণ দেখা দিচ্ছে কিনা..

১)কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।
২)জ্বরের সঙ্গে বমি বমি ভাব বা বমিও হতে পারে।
৩) জ্বরের সঙ্গে জন্ডিসের লক্ষণও প্রকাশ পেতে পারে। সুতরাং এরকম লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যান।
৪)চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা মাংস খেলেই পেটে ব্যথা হওয়া।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী সপ্তদশ আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে ভাষণ দিয়েছেন
৫)পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া এবং ওই ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়া।
যদি উপরের এই লক্ষণ গুলির স্বীকার আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top