সোনার গহনা তৈরির প্রলোভন দিয়ে প্রতারণা, গ্রেফতার এক। বড়বাজারের সোনার কারবারীকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে দমদম পার্ক এলাকার বাসিন্দা সোনালী বেড়া লেক টাউন থানায় এসে অভিযোগ জানান যে বাঙ্গুর এলাকার বাসিন্দা পেশায় সোনার কারবারি শেখর নাগকে সোনার গহনা নতুন ভাবে তৈরি করার জন্যে ২০ ভরি পুরনো সোনা দিয়েছিলেন।
তবে তার পরিবর্তে হলমার্ক যুক্ত সোনার গহনা দেওয়ার কথা থাকলেও সেই সোনার গহনা তিনি দেননি। পাশাপাশি ২০ ভরি সোনার পুরো সোনা ব্যবহারও করেনি বলে অভিযোগ। তাকে বারংবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে থানায় অভিযোগ জানায় অভিযোগকারিণী মহিলা। পুলিশের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তাকে বারংবার তলব করা হলেও হাজিরা দেয়নি ওই অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন – চতুর্থ রবিবারে শ্রাবণী মেলায় দেখা নেই পূর্ণ্যার্থীদের, দোকান , গোটাতে ব্যস্ত ব্যবসায়ীরা
এরপরই গতকাল বাঙ্গুর এলাকা থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। তার কাছ থেকে বেশকিছু সোনার গহনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সঙ্গে অন্য কারোও যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ।
উল্লেখ্য, সোনার গহনা তৈরির প্রলোভন দিয়ে প্রতারণা, গ্রেফতার এক। বড়বাজারের সোনার কারবারীকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে দমদম পার্ক এলাকার বাসিন্দা সোনালী বেড়া লেক টাউন থানায় এসে অভিযোগ জানান যে বাঙ্গুর এলাকার বাসিন্দা পেশায় সোনার কারবারি শেখর নাগকে সোনার গহনা নতুন ভাবে তৈরি করার জন্যে ২০ ভরি পুরনো সোনা দিয়েছিলেন।