কালীপুজোর রাতে ফলের গাড়ি থেকে প্রায় ১৩হাজার কেজি গাঁজা উদ্ধার । ফলের গাড়িতে কালীপুজোর রাতে প্রায় ১৩হাজার কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা থানার ৩৪নম্বর জাতীয় সড়কের বাইপাসে। লরিটিক আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সত্রে জানা গিয়েছে,ধৃতের নাম মিঠুন বর্মন (৩২)বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ এলাকায়।গোপন সূত্রে খবর পেয়ে, কোচবিহার থেকে ব্যারাকপুর গামী একটি ফলের পিকআপ ভ্যান ৩৪নম্ব জাতীয় সড়কের বাইপাসে আটক করে। এরপর গাড়িটি তল্লাশী চালাতেই উদ্ধার হয় গাঁজার বস্তা।গ্রেফতার করা হয় যুবককে।
আর ও পড়ুন ভাইফোঁটার আগে আকাশছোঁয়া বাজার দর, জানুন কোন জিনিসের কেমন দাম
ধৃত মিঠুনের কাছ থেকে মোট ১২,৮৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।আরও জানা গিয়েছে গাঁজার বস্তাগুলি কোচবিহারের সাহেবগঞ্জ থেচে নিয়ে কোলকাতার ব্যারাকপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত ওই যুবক। সম্প্রতি এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা মালদা জেলায় দেখা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
মালদার থানার পুলিশ জানিয়েছে,যুবকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনাার তদন্ত করা হবে। এই যুবকে গাঁজার বস্তা কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করছিল। এই পাচার চক্রের মুল পান্ডার খোঁজ শুরু হয়েছে।
উল্লেখ্য, কালীপুজোর রাতে ফলের গাড়ি থেকে প্রায় ১৩হাজার কেজি গাঁজা উদ্ধার । ফলের গাড়িতে কালীপুজোর রাতে প্রায় ১৩হাজার কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা থানার ৩৪নম্বর জাতীয় সড়কের বাইপাসে। লরিটিক আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সত্রে জানা গিয়েছে,ধৃতের নাম মিঠুন বর্মন (৩২)বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ এলাকায়।গোপন সূত্রে খবর পেয়ে, কোচবিহার থেকে ব্যারাকপুর গামী একটি ফলের পিকআপ ভ্যান ৩৪নম্ব জাতীয় সড়কের বাইপাসে আটক করে। এরপর গাড়িটি তল্লাশী চালাতেই উদ্ধার হয় গাঁজার বস্তা।গ্রেফতার করা হয় যুবককে।