গাঁজা বিক্রির অপরাধে আইআইটি গেটের বাইরে থেকে গ্রেফতার হল এক যুবক

গাঁজা বিক্রির অপরাধে আইআইটি গেটের বাইরে থেকে গ্রেফতার হল এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর, আইআইটি কর্তৃপক্ষের অভিযোগ এর পরেই সিআইডি নারকটিকস এবং টাউন থানার পুলিশ আইআইটি গেটের বাইরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় ৩০ কিলো গাঁজা উদ্ধার করল।গাঁজার সাথে অভিযুক্ত সঞ্জয় দোলাই কেও গ্রেফতার করা হয়।

তারপই অভিযুক্ত স্বীকার করে যে আইআইটি ছাত্র এবং অধ্যাপকরা তার কাছ থেকে গাঞ্জা কেনে। ছোটো ছোটো পুরিয়া করে গোটা আইটি ক্যাম্পাসে সাপ্লাই করতেও বলে জানায় সঞ্জয়।অভিযুক্তের বয়ান শুনে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে খরগপুর টাউন পুলিশ ও সি আই ডি। অভিযুক্ত সঞ্জয় দোলাই কে গ্রেফতার করে আজ খরগপুর টাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাসে বাইরে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top