উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় জাল ভারতীয় নথি ব্যবহার করে এক বাংলাদেশি নাগরিকের অবৈধ বসবাসের অভিযোগ উঠেছে। হরিচাঁদ মণ্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অভিযোগ, হরিচাঁদ ও তাঁর বাবা-মা বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশ করেছেন।
প্রথম পক্ষের স্ত্রী দাবি করা তাহমিনা খাতুন অভিযোগ করেছেন, হরিচাঁদ ও তাঁর পরিবার অবৈধভাবে আধার, ভোটার ও প্যান কার্ড তৈরি করেছেন। এ ঘটনায় আরও ছয়জনকে জাল নথি তৈরিতে সহায়তার অভিযোগে তল্লাশি ও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে।
