পুজোতে ১১ দফা গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার

পুজোতে ১১ দফা গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গাইডলাইন

পুজোতে ১১ দফা গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার । রাত পোহালেই মহালয়া।  দুর্গাপুজোতে ঢাকে কাঠি। সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোরটুলি থেকে এবারও এক এক করে প্রতিমা মন্ডপের উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছে।  আর এই অবস্থায় পুজো নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করল নবান্ন। মোট ১১ টি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

 

শহর থেকে গ্রাম  রাজ্যের প্রতিটি  পুজো উদ্যোক্তাদের এই ১১ দফা গাইডলাইন কড়া ভাবে মানার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে রাত জেগে পুজো দেখার অনুমতি দিয়েছে রাজ্য  প্রশাসন। করোনা পরিস্থিতি বাংলাতে নিয়ন্ত্রণে থাকলেও এখনও চলে যায়নি। এমনকি থার্ড ওয়েভের একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই অবস্থায় কিছুটা হলেও সতর্ক রাজ্য প্রশাসন। আর সেই লক্ষ্যেও এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট করে বলে দেখা হয়েছে যে মন্ডপ খোলামেলা করতে হবে। স্যানিটাজারের ব্যবস্থা রাখতে হবে। এমনকি মাস্ক ছাড়া যে যাতে পুজো মন্ডলের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জমায়েত রুখতে বিশেষ ব্যবস্থা পরিকল্পনা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পুজো প্রাঙ্গন কিংবা কাছাকাছি কোনও জায়গাতেই মেলা করা যাবে না। এমনকি কোনও জলসা কিংবা অনুষ্ঠান করার ক্ষেত্রেও রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। কাছাকাছি কোনও জায়গাতেই এই অনুষ্ঠান করা যাবে না। এরপরেও করা হলেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অনেকেই এই সময়ে পুজোগুলিকে পুরস্কার দিয়ে থাকে। সেখানেও কিছু নিয়ম স্পষ্ট করে দেওয়া হয়েছে। একগুচ্ছ গাড়ি কিংবা বিচারকদের নিয়ে এবার ঘোরা যাবে না। নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে এই কাজ করতে হবে।

 

আর ও  পড়ুন    দেশে সর্বনিম্ন কোভিড সংক্রমণ, পুজোর মরসুমে মিললো স্বস্তি

 

তবে এবারও রেড রোডে হচ্ছে না কার্নিভাল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য গতবারও করোনা সংক্রমনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারও তাই করা হল। পাশাপাশি পুজো উদ্যোক্তাদেরও ভাসানে শোভা যাত্রার  উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।

 

গত কয়েকদিন আগেই পুজো ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন,  করোনা বিধিকে মেনে পুজো হবে। তবে ৩১ অক্টোবর পরন্ত রাজ্যে নিষেধাজ্ঞা জারি থাকলেও পুজোর কয়েকদিন রাজ্যে পুজো দেখাতে ছাড় দেওয়া হয়েছে। ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতে ছাড় দেওয়া হয়েছে।  গতবারের দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রির নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এবারও পুজোর চারদিন মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। শুধু দুর্গাপুজো নয় কালীপুজোতেও একই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top