Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The train accident at Mainaguri is reminiscent of Gaisal's memory

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে গাইসালের স্মৃতিকে

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে গাইসালের স্মৃতিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গাইসালের

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে গাইসালের স্মৃতিকে । ময়নাগুড়ি রেলস্টেশনের ভয়াবহ রেল দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানি ও আহত হয়েছেন। ময়নাগুড়ি ঘটনায় এক দশক আগেকার উত্তর দিনাজপুর জেলার গাইসাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল দুর্ঘটনা কথা মনে পড়ে যায় গাইসালের এলাকার বাসিন্দাদের।

 

তখনকার যুবক আজকের বয়স্করা বলছেন, ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা কথা শুনেও টিভিতে দেখে গাইশালের সেই ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে যায়। সেদিন রাতে যা হয়েছিল তা কারও অজানা নয়।গাইসাল এক্সিডেন্ট এ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

 

আর ও  পড়ুন  পিছিয়ে গেল রাজ্যে পুরভোট, ২২ জানুয়ারি নয়, হবে ১২ ফেব্রুয়ারি

 

গাইসাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ ওরফে ডাবলু প্রধান বলেন, সেই চিত্র এখনো জ্বলজ্বল করছে। সব্বির আহমেদ প্রধান বলেন গাইশাল এর সেই চিত্র যেন আর দেখতে না হয় উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি। যত লাশ দেখেছি এখনো শিউরে ওঠে। তিনি আরো বলেন দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছিল সেই ভয়াবহ চিত্র মনে পড়ে।

 

গাইসালের স্থানীয় বাসিন্দা নগেন দাস বলেন, এই ভয়াবহ চিত্র এখনো মনে পড়ে। তবে আর যেন না হয় সেই কামনা করি। সেদিন সেই আওয়াজ চিৎকার-চেঁচামেচি আজও মনে পরে। টিভিতে ময়নাগুড়ি রেল দুর্ঘটনা সেই চিত্র দেখে কথা মনে পড়ছে। দ্বিতীয় গাইসাল যেন কোথাও না হয়।

 

উল্লেখ্য, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে গাইসালের স্মৃতিকে । ময়নাগুড়ি রেলস্টেশনের ভয়াবহ রেল দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানি ও আহত হয়েছেন। ময়নাগুড়ি ঘটনায় এক দশক আগেকার উত্তর দিনাজপুর জেলার গাইসাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল দুর্ঘটনা কথা মনে পড়ে যায় গাইসালের এলাকার বাসিন্দাদের। তখনকার যুবক আজকের বয়স্করা বলছেন, ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা কথা শুনেও টিভিতে দেখে গাইশালের সেই ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে যায়। সেদিন রাতে যা হয়েছিল তা কারও অজানা নয়।গাইসাল এক্সিডেন্ট এ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top