রাজ্য – ভরা শ্রাবণের দাপটে শহর থেকে গ্রাম সর্বত্র জলমগ্ন অবস্থা। টানা ভারী বৃষ্টিতে বাংলা জুড়ে দুর্ভোগ বাড়ছে, আর জল যন্ত্রণা থেকে এখনই রেহাই মিলছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির জন্য চরম সতর্কতা জারি হয়েছে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। দিনভর মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবু জল জমার সমস্যা থেকে মুক্তি মিলবে না। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং রবিবারের মধ্যে তা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায়। বুধবার কেবল বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে। অন্যদিকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে রয়েছে হলুদ সতর্কতা। সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে।
