বিনোদন – গাছে চড়ছেন সলমন খান । তরতরিয়ে গাছে উঠে যাচ্ছেন বলিউড ভাইজান। নিজের ফার্ম হাউসে সলমন খানকে গাছে উঠতে দেখা যায়। সলমন যখন নিজের ফার্ম হাউসের বেরি গাছে ওঠেন, সেখানে তাঁকে ওই ফলের প্রশংসা করতে দেখা যায়। বেরি স্বাস্থ্যের পক্ষে ভাল বলে মন্তব্য করেন সলমন খান। সলমন খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে গাছে ওঠার ভিডিয়ো পোস্ট করেন।যা দেখতেই অনুরাগীদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। সলমন খানের ওই পোস্ট দেখে সেখানে একাধিকজন বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ আবদার জানান সলমনের কাছে। কেউ বলেন, তিনি গায়ক হতে চান। আবার কেউ বলেন, তিনি নায়ক হতে চান। সবকিছু মিলিয়ে সলমনের ভিডিয়ো দেখা মাত্রই তা ছড়িয়ে পড়ে।
