মালদা – সামান্য গাছ কাটার টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল। চরম পরিণতি মৃত্যু। নৃশংসভাবে একাধিকবার হাসুয়ার কোপ মেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মালদহের ইংলিশ বাজার থানার দক্ষিণ ভবানীপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃত ভাইয়ের নাম মির্জা আজাদ।অভিযুক্ত দাদা বাবলু মির্জা ঘটনার পর থেকে পলাতক। তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মৃত মির্জা আজাদরা তিন ভাই। সব থেকে ছোট ছিল সে।
দুই বিঘা জমিতে থাকা আম গাছ কেটে বিক্রি করছিল বাবলু মির্জা। আরো দুই ভাই রয়েছে। সে একা কেন আম গাছ বিক্রি করবে এই কথা বলাতে ছোট ভাই এবং বড় দাদার মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ এরপরই বাবলু মির্জা তার ছোট ভাই মির্জা আজাদকে ধারালো হাসুয়া দিয়ে একাধিকবার নৃশংস ভাবে কোপ মারে। গভীর রাতে মির্জা আজাদকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। শুক্রবার মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। মৃতের স্ত্রী অভিযুক্তের ফাঁসির দাবি তুলে সোচ্চার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।এই ঘটনায় এলাকায় উত্তেজন আছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে।মালদায় এই গাছ কাটার টাকা নিয়ে গোলমালের জেরে একটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় স্থানীয় মানুষজন প্রত্যেকেই দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। পরিবারের মধ্যে এই ধরনের নৃশংস খুনের ঘটনা ঘটে যাওয়ায় গ্রামবাসীরা প্রত্যেকই শোকাহত।
