বিদেশ – শুল্কযুদ্ধের চাপ কমতে শুরু করেছে, তাই খানিকটা স্বাভাবিক হচ্ছে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক। গাজার শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে ভালো বন্ধু হিসেবে সম্ভাষণ জানালে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুচকি হাসেন। ট্রাম্প বলেন, “ভারত মহান দেশ। ভারতের নেতৃত্বে যিনি রয়েছেন, তিনি আমার খুব ভালো বন্ধু। নেতা হিসাবে তিনি দারুণ কাজ করছেন। আমার মনে হয় ভারত আর পাকিস্তান এবার থেকে খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে।”
ট্রাম্পের এই মন্তব্যের সময় শাহবাজ সরাসরি উত্তর দেন না, শুধু হাসিমুখে মাথা নাড়েন। পরে বক্তব্য রাখতে উঠে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, “ট্রাম্প না থাকলে ভারত-পাক যুদ্ধ কোন পর্যায়ে যেত তা কল্পনা করা যায় না। হয়তো যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য কেউই বেঁচে থাকতেন না।”
গাজার যুদ্ধবিরতির প্রেক্ষিতে ট্রাম্প দাবি করেন, তিনি শুল্ক নীতি ব্যবহার করে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন। ট্রাম্পের বক্তব্য, “আমি ওদের বলেছি, তোমাদের পরমাণু অস্ত্র রয়েছে, যুদ্ধ করছ। আমি দুই দেশের উপর ১০০, ১৫০ বা ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে দেব। এই কথা শুনে ২৪ ঘণ্টার মধ্যে ওরা শান্ত হয়ে যায়। যদি আমার হাতে শুল্কনীতি না থাকত, তবে ওই যুদ্ধ থামানো সম্ভব হতো না।” যদিও ভারত বারবার এই দাবিকে খারিজ করেছে, পাকিস্তান থেকে ট্রাম্পের দাবি সমর্থন পেয়েছে।
