বিদেশ – সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে বারবার “ভাল বন্ধু” বলে উল্লেখ করেছেন। তবে গত ছয় মাস ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বে কিছু চিড় ধরেছে, যার কারণে ভারতকে বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করতে হয়েছে। তবুও এবার প্যালেস্টাইন ইস্যুতে ট্রাম্প মোদিকে নিজের “গুড বুকে” রাখলেন।
ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বের শেষে যুদ্ধবিরতি ঘোষণা হলে গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে। এ ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলি আর্থ-সামাজিকভাবে সহযোগিতা করবে, তবে রাষ্ট্রসংঘ নয়—মূল দায়িত্ব নিজ ঘাড়ে তুলে নিয়েছে আমেরিকা।
এই প্রেক্ষাপটে গাজায় শান্তি প্রতিষ্ঠার কমিটি তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে সেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। পরে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতের ভূমিকা উল্লেখ করে গাজা পুনর্গঠনে আমন্ত্রণ জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস চিঠিটি প্রকাশ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা যেতে পারে। এমন সময় যখন শুল্ক ও বাণিজ্য নিয়ে বিবাদ চলছে, তাতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে মোদিকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে বন্ধুত্বের স্বীকৃতি দেওয়া হলো।




















