বিদেশ – গাজা শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পাওয়ার পর তা স্থগিত করে দেন। ‘টাইমস অফ ইজরায়েল’ সূত্রের খবর, মোদি নেতানিয়াহুকে এই চুক্তিতে অগ্রগতির জন্য অভিনন্দন জানান।
দুই পক্ষই বন্দিদের মুক্তি এবং গাজার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানায়। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মহলে এটি গাজা অঞ্চলের শান্তি ও স্থায়ী সমাধানের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
