ভাইরাল – রাতের অন্ধকারে গাজিয়াবাদের লাল কুঁয়া এলাকায় টোটো করে এসে ম্যানহোলের ঢাকনা চুরি করল দুই তরুণ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা টোটো থেকে নেমে ভারী ঢাকনাটি তুলে পিছনের আসনে রেখে দেয়। এরপর এক তরুণ টোটোয় উঠে পড়লেও অন্যজন দৌড়ে গাড়ি ধরার চেষ্টা করে।
পুলিশ জানায়, চোরেরা টোটোর নম্বর প্লেটে রং মেখে রেখেছিল যাতে শনাক্ত করা না যায়। ভিডিওটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। তবে ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। চোরেরা এখনও ধরা পড়েনি, তদন্ত চলছে।
