মালদা – আগামী ৩ ডিসেম্বর মালদহের গাজোল কলেজ মাঠে সাংগঠনিক সভায় যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে গাজোল কলেজ মাঠ পরিদর্শন করেন জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। কোথায় মঞ্চ তৈরি হবে, কোথায় সাধারণ মানুষ বসবেন এবং কোথায় হেলিপ্যাড করা হবে—এই সবকিছুর খুঁটিনাটি পরিদর্শন করেন তাঁরা।
এর আগের দিনও মাঠ পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেই সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকারসহ আরও অনেকে। আগামী কয়েকদিনের মধ্যেই সভা ঘিরে প্রস্তুতি আরও জোরদার হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার প্রশাসনিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, গাজোলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা, গাজোল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মাঠের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দিক খুঁটিয়ে বিচার করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নিরাপত্তা বেষ্টনী আরও শক্ত করা হবে। পুরো মাঠের নিরাপত্তার দায়িত্ব নেবে স্থানীয় প্রশাসন। পাশাপাশি প্রতি সপ্তাহের শেষে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হবে। শুধু মাঠেই নয়, পুরো জেলা জুড়েই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সামনে রেখে।



















