উত্তরপ্রদেশ – আমরোহার হাসানপুর-সম্ভল মার্গে বৃহস্পতিবার দুপুরে একটি ইকো কারে শর্ট সার্কিটের কারণে ভয়াবহ আগুন লাগে। গজরৌলা থেকে সম্ভলগামী গাড়িতে ৬-৭ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উঝারি ও ঢাক্কা মোড়ের মাঝে একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িতে ধোঁয়া ও শিখা দেখা যায়। চালক তৎক্ষণাৎ গাড়ি থামালে যাত্রীরা লাফিয়ে নেমে রোডওয়েজ বাসে চড়ে গন্তব্যের দিকে রওনা হন।আশ্চর্যজনকভাবে, চালক আগুন নেভানোর চেষ্টা না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনায় স্টেট হাইওয়েতে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায়। পথচারীদের খবরে প্রভারী পরিদর্শক দিনেশ কুমার শর্মা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। হাসানপুর থেকে ফায়ার ব্রিগেড এলেও আগুন ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। শর্মা জানান, “গাড়ির মালিক বা চালকের কোনো হদিস পাওয়া যায়নি। তদন্ত চলছে।”
