গাড়ি আটকে অভিনেত্রী সায়ন্তিকা বান্দ্যোপাধ্যায়-এর উপর হামলা। তাঁর সহকারীকে মারধর ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হল অভিনেতা জয় মুখোপাধ্যায়কে। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। শনিবার আলিপুর আদালতে তাঁকে তোলা হয় l জানা গিয়েছে, টালিগঞ্জের অভিনেত্রী সায়ন্তিকা বান্দ্যোপাধ্যায়-এর সঙ্গে বহুদিন ধরেই সখ্যতা ছিল জয়ের। তাঁর সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। অভিযোগ, অভিনেত্রীকে উত্যক্ত করতে শুরু করেন জয়। শুক্রবার অভিনেত্রীর গাড়ির পিছু নেন তিনি। নিজের গাড়িতে করে লেক গার্ডেন্স ফ্লাইওভার পেরিয়ে সাদার্ন এভিনিউর দিকে যাচ্ছিলেন ওই অভিনেত্রী। তখনই নিজের গাড়ি দিয়ে অভিনেত্রীর পথ আটকান জয়। এর ফলে অভিনেত্রীর গাড়ির একটি হ্যান্ডেল ভেঙে যায়। গাড়ি থেকে নেমে অভিনেত্রীকে গালিগালাজ করতে থাকেন জয়। এর জেরে অভিনেত্রীর সহকারী নেমে এসে তাঁর কাছে এমন ব্যবহারের কারণ জানতে চান। সহকারীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।প্রথমে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে এলাকাটি টালিগঞ্জ থানার অন্তর্গত। পরে রাতে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় জয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হেনস্তা, হামলা, ভাঙচুর, অশালীন আচরণ করার অভিযোগ এনে অভিযোগ করেন অভিনেত্রী । হুগলিতে বাড়ি জয় মুখোপাধ্যায়ের। শুক্রবার রাতেই সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয়েছে তাঁর গাড়িটিও।২০০৯ সালে ‘লক্ষ্যভেদ’ সিনেমার সূ্ত্রে টলিউডে প্রবেশ করেন জয়। ‘অস্ত্র’, ‘ওয়ারেন্ট’, ‘আমি যে কে তোমার’-এর মতো সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। স্টার জলসা-র ‘চোখের তারা তুই’ সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা কেন এমন কাজ করলেন? তা খতিয়ে দেখছে পুলিশ।শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিনেতাকে।শনিবারই আলিপুর আদালতে তোলা হয় অভিনেতাকে l পরে জামিন পেয়ে যান অভিনেতা জয় মুখোপাধ্যায়।৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান জয় মুখোপাধ্যায় lজামিনে মুক্তি পাওয়ার পরেই সায়ন্তিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে জয়ের পরিবার,তাদের মধ্যে বিবাদের কারণ নাকি ৫লক্ষ টাকা l জয়ের পরিবারের তরফের দাবি সায়ন্তিকার কাছে ২৫ লক্ষ্য টাকা পান জয় l বার বার টাকা চাওয়া সত্ত্বেও টেলি নায়িকা সেই টাকা দিতে অস্বীকার করছেন l জয় এর ভাই জানিয়েছেন জয় এবং সায়ন্তিকা দুজনে মিলেদক্ষিণ কলকাতার শঙ্খমনি এপার্টমেন্টে একটি ফ্ল্যাট কিনেছিলেন , কথা ছিল ফ্ল্যাটের দাম বাবদ ৩০ লক্ষ্য টাকা করে দেবেন দুজনেই l শর্ত অনুযায়ী জয় ৩০ লক্ষ্য টাকা দিয়ে দিলেও সায়ন্তিকা ৫ লক্ষ্য টাকা দিয়ে পিছু হটেন l বাকি ২৫ লক্ষ্য টাকা চাইলে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় বলে জানিয়েছেন জয়ের ভাই l