ভাইরাল – দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায়, গভীর রাতে তাঁকে খুঁজতে গাড়ি নিয়ে রাস্তায় বের হন স্বামী। কিন্তু সমস্যা বাঁধে তখনই, যখন ওই যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পৌঁছে যান গ্বালিয়রের একটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে!
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ। অভিযুক্ত তরুণের নাম নিতিন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্ত্রী স্টেশনে থাকতে পারেন এই সন্দেহে নিতিন গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন। এ সময় প্ল্যাটফর্মে টহলরত রেলপুলিশ বিষয়টি নজরে আনেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি সাদা সেডান গাড়ি রেললাইনের পাশে প্ল্যাটফর্মের উপর দিয়ে চলেছে। উপস্থিত যাত্রীরা আতঙ্কে হতচকিত হয়ে যান। তবে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) দ্রুত হস্তক্ষেপ করে গাড়িটিকে আটক করে এবং চালককে গ্রেফতার করে।
পরে চিকিৎসকেরা জানান, নিতিন মদ্যপ ছিলেন। ঝাঁসি রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার জানান, রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে, কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একটি গাড়ি স্টেশনের প্ল্যাটফর্মে উঠে আসতে পারে। রেল প্রশাসন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি আরও বাড়ানোর কথা জানিয়েছে।
