গানের ভুবনে, গানের কথা যার সনে

গানের ভুবনে, গানের কথা যার সনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

রায়া সাধুঃ কথা-সুর-তাল-লয়ের বাঁধনিতে বাঁধে একটি গান। সেই গান শ্রুতিমধুর হলে তো কথাই নেই। মনে দাগ কাটবেই। তবে আমরা সেই গানের গায়ককে খুঁজি বারে বারে। কিন্তু যার কলম দিয়ে এতো সুন্দর গানের কথামালা সৃষ্টি হয় তাকেই আমরা ভুলে যাই।


ভুলে যাই তার অস্তিত্ব। আরোও ভুলে যাই যে তিনি কোন পরিস্থিতির ঘেরাটোপে এমন কথামালা সাজিয়ে এমন গান আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা। এমন অনেক গান আছে যা অত্যন্ত হৃদয় বিদারক। সেইসব গানের কথা যেন ধারালো ছুরির মতো যা হৃদয়ে দাগ কাটবেই। সেইসব লেখকের নাম কতজনে জানে? সে যুগের মৃণাল বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী, নীলেশ মিশ্র, রাজা মেহেদি আলি খান, গৌরী প্রসন্ন মজুমদার তো আছেনই।


আবার এ যুগের অন্যান্যরাও রয়েছেন জাভেদ আখতার, আমিতাভ ভট্টাচার্য, আয়ুব বাচ্চু, হৃদয় খান, তপু, হাবিব সহ আরো অনেকে। শুধু গান লিখেছেন তা নয়, নিজের লেখা গানে দিয়েছেন সুর, যা অনবদ্য রুপ ধারণ করেছে গানের কলিতে কলিতে। তাই অনায়াসেই বলা যেতে পারে, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার…

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top