বিনোদন – জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী তাঁর গানের জন্য যেমন পরিচিত, তেমনই নানা বিতর্ক ও অভিজ্ঞতায় প্রায়শই থাকেন খবরের শিরোনামে। এবার নিজেই শেয়ার করলেন এক ভয়ানক অভিজ্ঞতা— গাড়ি চালাতে চালাতে গান শুনতে গিয়ে ঘটে গিয়েছিল বড় দুর্ঘটনা!
বৃহস্পতিবার নিজের সোশ্যাল পেজে একটি ভিডিও পোস্ট করেন ইমন। দেখা যায়, তিনি নিজে গাড়ি চালাচ্ছেন এবং পাশে বসা এক ব্যক্তি জানতে চান, কেন তিনি এখন আর বেশি গাড়ি চালান না। সেই প্রশ্নের উত্তরে ইমন বলেন, একদিন রুবির মোড়ে গাড়ি চালানোর সময় গুলাম আলির একটি গান শুনছিলেন তিনি। সেই গানটির কিছু অংশ গেয়েও শোনান।
ইমন জানান, গাড়ির অ্যালার্ম বারবার সতর্ক করছিল সামনের কিছু রয়েছে। কিন্তু গান শুনতে ব্যস্ত থাকার কারণে তিনি তা শুনতে পাননি এবং সরাসরি গাড়ি ধাক্কা মারে সামনে থাকা একটি গাড়িতে। সৌভাগ্যবশত, দুই গাড়িই মজবুত ছিল, এবং সামান্য ক্ষতিতেই রক্ষা পান তিনি। সবচেয়ে বড় কথা, সামনের গাড়ির মালিক এক সদয় চিকিৎসক হওয়ায়, তিনি ইমনকে ক্ষমা করে দেন।
এই ঘটনার পর দীর্ঘদিন গাড়ি না চালিয়ে ইমন ফের প্রথমবার সাহস করে গাড়ি চালাতে বের হন এবং দর্শকদের উদ্দেশে সাবধানবার্তা দেন। বলেন,
“আমার শ্রোতা ও দর্শকদের কাছে অনুরোধ, গাড়ি চালানোর সময় এমন গান শুনবেন না যাতে আপনি হারিয়ে যান। নিরাপদে ড্রাইভ করুন। যদি মনে হয় গান চালালে মন অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে গান বন্ধ রাখা উচিত।”
এই বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিল্পী মনে করিয়ে দিলেন, অন্যমনস্কতার মাশুল হতে পারে বড় দুর্ঘটনা। তাঁর সাহস এবং সতর্কবার্তা ইতিমধ্যেই নেটমাধ্যমে প্রশংসা কুড়োচ্ছে।
