গান শুনে বিরক্ত ষাঁড়ের তাণ্ডব, অর্কেস্ট্রার অনুষ্ঠান রণে ভঙ্গ!

গান শুনে বিরক্ত ষাঁড়ের তাণ্ডব, অর্কেস্ট্রার অনুষ্ঠান রণে ভঙ্গ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – সন্ধ্যায় গ্রামের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল অর্কেস্ট্রার। স্থানীয়রা ভিড় জমিয়েছিলেন সেই অনুষ্ঠানে। গানবাজনার মধ্যেই কেউ নাচছেন, কেউ উচ্ছ্বসিত হয়ে টাকা ছুঁড়ে দিচ্ছেন মঞ্চের দিকে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু সবার আনন্দে জল ঢেলে দেয় এক আকস্মিক ঘটনা—হঠাৎই এক ষাঁড় রাগে ফেটে পড়ে।অনুষ্ঠানের মাঝে মঞ্চের কাছে একটি ষাঁড় দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে লেজ উঁচিয়ে লাফিয়ে ওঠে এবং বেসামাল হয়ে উপস্থিত জনতাকে তাড়া করতে শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকরা প্রাণ হাতে করে দৌড়ে পালাতে থাকেন। পুরো এলাকা হয়ে ওঠে লণ্ডভণ্ড।গায়ক তাঁর গান থামিয়ে দেন, অনুষ্ঠানও মাঝপথে বন্ধ হয়ে যায়। কেউ আহত না হলেও আতঙ্কের চোটে চারপাশে ছড়িয়ে পড়ে হুলস্থুল কাণ্ড।এই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ঘর কে কলেশ’ নামক একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে সেই দৃশ্য শেয়ার করা হয়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পাডালে গ্রামে, রবিবার সন্ধ্যায়।ভাগ্যক্রমে, কারও গুরুতর চোট না লাগলেও ষাঁড়ের আচমকা আক্রমণ ভোলার নয় বলেই জানিয়েছেন অনেক গ্রামবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top