ভাইরাল – সাপ দেখলে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু চোখের সামনে দিয়ে যদি জনবসতির দিকে এগিয়ে যায় এক বিশালাকৃতির অ্যানাকোন্ডা, তাহলে আতঙ্ক কতটা হতে পারে তা সহজেই অনুমেয়। এমনই এক রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়, যা এখন ভাইরাল নেটমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, জল থেকে উঠে একটি কালচে সবুজ রঙের বিশাল অ্যানাকোন্ডা সোজা চলে যাচ্ছে জনবসতির দিকে। গায়ে কালো ছোপ ছোপ দাগ, গাছের কাণ্ডের মতো মোটা শরীর—সব মিলিয়ে চেহারাটাই যেন এক চলমান দুঃস্বপ্ন! সাপটি পেটের উপর ভর দিয়ে ধীরে ধীরে গায়ে হলুদের অনুষ্ঠানের ভিড়ের দিকেই এগোচ্ছে।
ভয়ঙ্কর এই ভিডিয়োটি ‘Nature Is Amazing’ নামে এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় পাঁচ লক্ষবার দেখা হয়েছে। কমেন্ট ও লাইক পড়েছে হাজার হাজার। নেটিজেনদের একাংশ বিস্ময় প্রকাশ করেছেন অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ও গতিপথ দেখে।
একজন নেটাগরিক মন্তব্য করেছেন, “আমি সাপ দেখে খুব একটা ভয় পাই না, কিন্তু এটার আকৃতি দেখে সত্যিই গায়ে কাঁটা দিচ্ছে।”
ভয়, বিস্ময় আর থ্রিল—সব মিশে এই ভিডিয়োটি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে।
