কোলকাতা:- গার্ডেন রিচ সিগেরেট কলের কাছে কলকাতা কর্পোরেশনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে ববিহাকিম গাছ পুতলেন, ও বলেন সারা মাস জুড়ে অরণ্য সপ্তাহ চলছে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হবে সারা মাস জুড়ে।পাশাপাশি মমতা ব্যানার্জির জরিমানা ও নন্দীগ্রাম মামলা থেকে কিশোর চন্দ্র র সরে যাওয়া নিয়ে বললেন এটা বিচারাধীন ব্যবস্থা এটা নিয়ে কিছু বলবোনা।

গতকাল ফেক সিবিআই অ্যাডভোকেট এর ব্রিক্স সম্মেলন এ যাওয়া নিয়ে বললেন চিটিংবাজ ভুয়ো মানুষ গুলো থাকবে শহরে তারা বিভিন্ন লোকের সাথে ছবি ও তুলবে পুলিশ পুলিশ এর কাজ করবে। চিটিংবাজ রা সবার সাথে গায়ে গায়ে ছবি তলার চেষ্টা করবে পুলিশ এদের কে শাস্তি দেবে।