হাওড়া – ডোমজুড়ে একটি গার্লস স্কুলের শৌচালয়ে ছুরি হাতে অসংলগ্ন অবস্থায় এক যুবক ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়াল। গত শনিবার সকালে ডোমজুড়ের মহিয়াড়ি রানিবালা কুণ্ডু চৌধুরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে। ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।পাশাপাশি পুলিসের কাছে স্কুলের নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদনও করেছেন প্রধান শিক্ষক। ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবকরা। যদিও পুলিসের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।স্কুল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রাথমিকের ক্লাস শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর এক যুবক অসংলগ্ন অবস্থায় স্কুলের পেছনের গেট দিয়ে ভেতরে ঢোকে। স্কুলে ঢুকতেই তাকে দেখে এক অশিক্ষক কর্মচারীর সন্দেহ হয়। ওই যুবক নিজেকে অভিভাবক বলে পরিচয় দেয়। সে জানায়, তার মেয়ে ওই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুলের অফিসে কিছু দরকার রয়েছে। এরপর ওই অশিক্ষক কর্মচারী চলে যেতেই আচমকা যুবকটি স্কুলের শৌচালয়ের ভেতরে ঢুকে পড়ে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ শৌচালয়ের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে ছিল সে। এক খুদে পড়ুয়া শৌচালয়ে গেলে তাকে ছুরি হাতে বসে থাকতে দেখে ফেলে। এরপর ওই পড়ুয়াকে হুমকি দিয়ে যুবক বলে, সে যেন বিষয়টি কাউকে না জানায়। ভীত পড়ুয়া ক্লাসে গিয়ে শিক্ষকদের সবটা জানিয়ে দেয়। এরপরেই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা মদ্যপ যুবককে শৌচালয় থেকে বের করে আনেন। ছুটে আসেন অভিভাবকদের একাংশ। রীতিমতো উত্তম মধ্যম দেওয়া হয় যুবককে। এরপর ডোমজুড় থানায় খবর দিলে পুলিস এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি সেন বলেন, ‘অভিযুক্ত যুবক একটি মোটর বাইক নিয়ে এসেছিল। স্কুলের পেছন দিক দিয়ে ঢুকেছিল সে। ওই যুবকের কোনও অসৎ উদ্দেশ্য ছিল। আমরা পড়ুয়াদের নিয়ে আতঙ্কে রয়েছি। পুলিসের কাছে স্কুলের নিরাপত্তার জন্য আবেদন করেছি।’
