১৫ ডিসেম্বর, জল ছাড়া যেমন চলা সম্ভব নয় ঠিক তেমন মা ছাড়াও সন্তান অচল। জলকে আমরা কতটা ভালোবাসি তা কোনোদিন ভেবে দেখিনি তবে জলের আবশ্যিকতা জলের অভাবের সময়ই বুঝতে পারি ঠিক সেরকম মাকে ছেড়েও থাকা খুবই অসম্ভব হয়ে পরে সন্তানের পক্ষ্যে। আর সেই মাকে যদি কেউ আঘাত করে তাহলে গর্জে ওঠাই স্বাভাবিক।সম্প্রতি ভাইরাল এক ভিডিও সেই আন্তরিকতাকেই ফুটিয়ে তুললো।
ছোট্ট এক শিশু মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল।এমন সময় এক গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাদের। দুজনেই মাটিতে পরে যায়। গাড়িচালক বুঝতে পেরে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেয়। ভাগ্যবশত দুজনে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন মহিলা। তারপরই দেখা যায় ছোটটি বাচ্চাটি উঠে দেখে তার মা গুরুতর আহত। তাই রেগে তড়িঘড়ি গিয়ে গাড়িতে মারে সজোরে এক লাথি।মায়ের লেগেছে বলে কথা সন্তান প্রতিবাদ করবে না এমন কি হয়! রীতিমত আঙ্গুল তুলে ড্রাইভারকে বকুনি দিতে লাগে সেই ছোট্ট বাচ্চাটি। পরে পুলিশ ও লোকজন এসে পরিস্থিতি সামাল দেয়।এবং ড্রাইভার ভুল বোঝতে পেরে ক্ষমা চেয়ে নেন এবং মাকে নিয়ে যান হাসপাতালে সাথে সমস্ত দায়িত্ব নেন সেই ড্রাইভার।
সিসিটিভি ফুটেজে এই ফুটেজ ধরা পরে আর তারপরই সেটি ভাইরাল সঙ্গে নেতিজনেরাও মুগ্ধ হন।