নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর ,৩১ শে আগস্ট :গাড়ি ছিনতাইকে কেন্দ্র করে তৃনমুল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত ৩ জন। আহতদের মধ্যে একজন তৃনমুল কংগ্রেসের প্রাক্তন সদস্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। ওই সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। আহতদের প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি থাকায় চিকিৎসকেরা আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।এলাকায় পুলিশ মতায়ন করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে তিনদিন আগে এক কংগ্রেস কর্মীর গাড়ি ও তার কাছে সমস্ত টাকাপয়সা ছিনতান করে তৃনমুল আশ্রিত দূস্কৃতীরা। শনিবার সকালেও মিঠাপুকুর এলাকায় কংগ্রেস কর্মী আসলে তার গাড়ি ও টাকাপয়সা ছিনতাই করে তৃনমূল কংগ্রেসের আশ্রিত দূস্কৃতীরা। ওই ঘটনা জানাজানি হতেই তৃনমুল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সহ আরও তিন জন। ওই সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহতদের স্থানীয় মানুষেরা তড়িঘড়ি দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি থাকায় চিকিৎসকেরা আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ওই এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মতায়ন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানিয়েছেন, এদিনের ঘটনা কোন রাজনৈতিক ঘটনা না। দুই গ্রামের ঘটনা।আজকে সকালে মিঠাপুকুরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তৃনমুল কংগ্রেসের এক কর্মীকে কংগ্রেসর কর্মী ভেবে গাড়ি ও টাকা পয়সা ছিনতাই করে নে। তারপরই সাধারন মানুষই তাদেরকে মারধোর করেছে।এই ঘটনায় কংগ্রেসের কোন হাত নেই বলে জানান তিনি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজারাউদ্দিন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে লক্ষ্মীপুর এলাকায় শান্তিতেই ছিল। কংগ্রেসের দূস্কৃতীরা তৃনমুল কংগ্রেস কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে উপর হামলা চালায়। তৃনমুল কংগ্রেসের উপর উঠা অভিযোগ সম্পর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।