নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি, রবিবার রাতে এক মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত গোটা বারাসত।বারাসাত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সি আই সি প্রদ্যুৎ ভাট্টাচার্য এবং তার ভাই প্রণব ভট্টাচার্য এর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু খবর এসে পৌছায় বারাসাতে,তারপরেই শোকা স্তব্ধ গোটা শহর।
সূত্র মারফত জানা যায়, রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের বোলেরো গাড়ির সঙ্গে একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর।তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। দুর্ঘটনা ঘটার সাথে সাথে আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রদ্যুৎ বাবুর সাথে তার ভাইও ছিল ঐ গাড়িতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেশ কিছু সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন প্রণব। পরিবার সুত্রে পরবর্তীতে খবর পাওয়া যায় প্রদ্যুৎ বাবুর ভাই প্রণব ভট্টাচার্য ও হাসপাতালে মারা যান। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।