নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ৯ ডিসেম্বর, সাত সকালে জগদ্দল আর্য্যসমাজ এলাকায় পাঁচিল ভেঙে পড়ায় মৃত্যু হল একজনের।আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।পাঁচিলের ধ্বংসস্তূপ গুলির এখনও উদ্ধারকার্য্য চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কাঁকিনাড়া পেপার মিল, এর পাঁচিলও ছিল বহু পুরোনো। পুরোনো হওয়ার কারণেই নড়বড়ে হয়ে গিয়েছিল পাঁচিলটি, যার দরুন সেটি ভেঙে পড়েই এই দুর্ঘটনা। দুর্ভাগ্য বশত সেই সময় পাঁচিলে পাশে দাঁড়িয়েছিলেন চারজন। এই চারজনের মধ্যে নুর আলম (বয়স ৩৫)-এর মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। ঘটনার খবর পেয়ে জগদ্দল ও ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী আসে ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।