ব্রেক, চেন ও সিটহীন সাইকেল চালিয়ে গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডসে নাম তুললেন এই ব্যক্তি । এদিন তার সাইকেল যাত্রার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবির। সবংয়ের দেবেন্দ্রনাথ বেরা রবিবার বালিচক থেকে দশগ্রাম বাজার পর্যন্ত ৩৩.৫ কিমি পথ ব্রেকহীন, সিটহীন, চেনহীন সাইকেল চালালেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম তোলার জন্য। এই পথ অতিক্রম করতে তিনি নিলেন ৩ ঘন্টা তিন মিনিট। এর আগে সারা ভারতের মোট ২২৫০০ কিমি পথ এভাবেই সাইকেল চালিয়ে ঘুরে এসেছেন। এদিন তার সাইকেল যাত্রার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবির।
ডেবরা, পিংলা ও সবং ব্লকের উপর দিয়ে এই পথ অতিক্রম করলেন এক বারের জন্যেও না থেমে এবং কাউকে একটুও টাচ না করে।রবিবার সকাল ১০.৩০ এ বালিচক নেতাজী স্পোর্টিং ক্লাব থেকে দেবেন্দ্রনাথের রেকর্ড গড়ার সাইকেল যাত্রা শুরু হয়। তিন থানার পুলিশ আধিকারিকদের সহযোগিতায় বিস্তীর্ণ পথ এসকর্ট করে নিয়ে যাওয়া হয় তাকে। রাস্তার দুধারে ছিল অগুনতি মানুষের ভিড়। সাইকেল চলছে, অথচ তার চেন নেই! ব্রেক নেই! সিট নেই! এভাবেও সম্ভব?
সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন দেবেন্দ্রনাথ বেরা। টানা সাইকেল চালালেন বালিচক পটাশপুর রাস্তায়। একবারের জন্যেও থামেননি। সাইকেল থেকে নামেননি। বিশ্রাম নেননি। কাউকে স্পর্শ করেননি, এমনকি কেউ তাকেও স্পর্শ করেননি। সাইকেলই তার প্যাশন। এই সাইকেলে চেপে ২১ রকমের খেল দেখাতে পারেন তিনি। সারা ভারত ঘুরে এসেছেন এই সাইকেল চালিয়ে যাতে নেই চেন, নেই সিট, নেই ব্রেক! স্রেফ হাত দিয়ে চাকা ঘুরিয়ে এদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলতে ৩৩.৫ কিমি পথ অতিক্রম করলেন অনায়াসে। যা দেখে খুশি ওই এলাকার বাসিন্দারা।
আর ও পড়ুন করোনায় আক্রান্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
উল্লেখ্য, ব্রেক, চেন ও সিটহীন সাইকেল চালিয়ে গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডসে নাম তুললেন এই ব্যক্তি । এদিন তার সাইকেল যাত্রার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবির। সবংয়ের দেবেন্দ্রনাথ বেরা রবিবার বালিচক থেকে দশগ্রাম বাজার পর্যন্ত ৩৩.৫ কিমি পথ ব্রেকহীন, সিটহীন, চেনহীন সাইকেল চালালেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম তোলার জন্য। এই পথ অতিক্রম করতে তিনি নিলেন ৩ ঘন্টা তিন মিনিট। এর আগে সারা ভারতের মোট ২২৫০০ কিমি পথ এভাবেই সাইকেল চালিয়ে ঘুরে এসেছেন।
এদিন তার সাইকেল যাত্রার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবির। ডেবরা, পিংলা ও সবং ব্লকের উপর দিয়ে এই পথ অতিক্রম করলেন এক বারের জন্যেও না থেমে এবং কাউকে একটুও টাচ না করে।রবিবার সকাল ১০.৩০ এ বালিচক নেতাজী স্পোর্টিং ক্লাব থেকে দেবেন্দ্রনাথের রেকর্ড গড়ার সাইকেল যাত্রা শুরু হয়। তিন থানার পুলিশ আধিকারিকদের সহযোগিতায় বিস্তীর্ণ পথ এসকর্ট করে নিয়ে যাওয়া হয় তাকে। রাস্তার দুধারে ছিল অগুনতি মানুষের ভিড়। সাইকেল চলছে, অথচ তার চেন নেই! ব্রেক নেই! সিট নেই! এভাবেও সম্ভব?