মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের এক শিশু, দুশ্চিন্তায় পরিবার! তদন্তে পুলিশ, চাঞ্চল্য গড়বেড়িয়ায়!মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের অনিমেষ প্রামানিক নামে এক শিশু। গত শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪ নম্বর অঞ্চলের গড়বেড়িয়া গ্রামে।
ইতিমধ্যেই এই ঘটনায় দুশ্চিন্তায় পরিবার পাশাপাশি দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসীরা, সোমবার সকালে এমনই চিত্র উঠে এলো।পরিবার সূত্রে জানা যায় শনিবার গড়বেড়িয়ায় ময়দানের চলছিল ফুটবল খেলা, সেই খেলা দেখতে গিয়েছিল সাত বছরের অনিমেষ প্রামানিক।তারপর থেকেই বাড়িতে ফেরেনি সে, বহু খোঁজাখুঁজির পর অবশেষে পরিবারের তরফ থেকে লিখিত ভাবে জানানো হয় পুলিশকে এমনটাই দাবি পরিবারের।
এই সম্বন্ধে ৪ নম্বর উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকুমার মান্ডি বলেন আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিক ভাবে সব রকম নিখোঁজ শিশুটিকে খোঁজার চেষ্টা করছি এবং ওই পরিবারের পাশে সব সময় আমরা রয়েছি।
আর ও পড়ুন রাজ্যে শুরু হলো শীতের ইনিংস
উল্লেখ্য, মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের এক শিশু, দুশ্চিন্তায় পরিবার! তদন্তে পুলিশ, চাঞ্চল্য গড়বেড়িয়ায়!মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ ৭ বছরের অনিমেষ প্রামানিক নামে এক শিশু। গত শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪ নম্বর অঞ্চলের গড়বেড়িয়া গ্রামে।ইতিমধ্যেই এই ঘটনায় দুশ্চিন্তায় পরিবার পাশাপাশি দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসীরা, সোমবার সকালে এমনই চিত্র উঠে এলো।
পরিবার সূত্রে জানা যায় শনিবার গড়বেড়িয়ায় ময়দানের চলছিল ফুটবল খেলা, সেই খেলা দেখতে গিয়েছিল সাত বছরের অনিমেষ প্রামানিক।তারপর থেকেই বাড়িতে ফেরেনি সে, বহু খোঁজাখুঁজির পর অবশেষে পরিবারের তরফ থেকে লিখিত ভাবে জানানো হয় পুলিশকে এমনটাই দাবি পরিবারের। এই সম্বন্ধে ৪ নম্বর উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকুমার মান্ডি বলেন আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিক ভাবে সব রকম নিখোঁজ শিশুটিকে খোঁজার চেষ্টা করছি এবং ওই পরিবারের পাশে সব সময় আমরা রয়েছি।