মুখ্যমন্ত্রীর কবিতা বিতানের কাছে ‘হার মেনে’ গেল রবীন্দ্রনাথের গীতবিতান! কটাক্ষ শ্রীলেখার গলায়

মুখ্যমন্ত্রীর কবিতা বিতানের কাছে ‘হার মেনে’ গেল রবীন্দ্রনাথের গীতবিতান! কটাক্ষ শ্রীলেখার গলায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রীর কবিতা বিতানের কাছে ‘হার মেনে’ গেল রবীন্দ্রনাথের গীতবিতান! কটাক্ষ শ্রীলেখার গলায়। মুখ্যমন্ত্রীর কবিতা বিতানের কাছে ‘হার মেনে’ গেল রবীন্দ্রনাথের গীতবিতান! কটাক্ষ শ্রীলেখার। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। সেদিন থেকে কটাক্ষ পিছন ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক কটাক্ষ ভেসে আসছে তার দিকে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যেসব কবিতার জন্য ‘কবি মমতা’ পুরস্কৃত হয়েছেন সেই কবিতা পাঠ একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা নিজের ফেসবুক পেজে। তবে এরপরও থেমে যাননি। ফের বিতর্কে নামলেন।

 

শনিবার ফেসবুকে দেখা গেল রবীন্দ্রনাথের ‘গীতবিতান’ এবং মমতার ‘কবিতাবিতান’ এর মূল্যের তুলনা টানতে। একটি পোস্টে দুটি বইএর মূল্য নিয়ে পার্থক্য টানেন।‌অনলাইন বিকিকিনি মঞ্চে ‘গীতবিতান’-এর চেয়েও বেশি দাম ‘কবিতাবিতান’-এর! দু’টি বইয়ের দামের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথ লিখিত বইটির দাম ৭২৯ টাকা। আর মমতা লিখিত বইটির দাম ১,১৩০ টাকা।

 

সেই সূত্রেই অভিনেত্রীর বক্রোক্তি। ক্যাপশনে ব্যঙ্গাত্মক ভক্তিতে লিখেছেন, ‘উড়িয়া গেলো কেমনে? আমার মনোবিতান থেকে কে যেন হাম্বা ডাকিতেছে, যাই দেখিয়া আসি ঝপাং হইবার পূর্বে।‘

সুতরাং দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের বই এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের দাম। যা নিয়ে কটাক্ষ ভেসে এসেছে পোস্টের কমেন্টেও

আরও পড়ুন – খোলা চিঠিতে প্রতিবাদী লেখক শিল্পীরা- মুখ্যমন্ত্রীকে দেওয়া বাংলা একাডেমির পুরষ্কার নিয়ে থামছে না বিতর্ক!

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কবিতা বিতানের কাছে ‘হার মেনে’ গেল রবীন্দ্রনাথের গীতবিতান! কটাক্ষ শ্রীলেখার। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। সেদিন থেকে কটাক্ষ পিছন ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক কটাক্ষ ভেসে আসছে তার দিকে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যেসব কবিতার জন্য ‘কবি মমতা’ পুরস্কৃত হয়েছেন সেই কবিতা পাঠ একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা নিজের ফেসবুক পেজে। তবে এরপরও থেমে যাননি। ফের বিতর্কে নামলেন।

 

শনিবার ফেসবুকে দেখা গেল রবীন্দ্রনাথের ‘গীতবিতান’ এবং মমতার ‘কবিতাবিতান’ এর মূল্যের তুলনা টানতে। একটি পোস্টে দুটি বইএর মূল্য নিয়ে পার্থক্য টানেন।‌অনলাইন বিকিকিনি মঞ্চে ‘গীতবিতান’-এর চেয়েও বেশি দাম ‘কবিতাবিতান’-এর! দু’টি বইয়ের দামের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথ লিখিত বইটির দাম ৭২৯ টাকা। আর মমতা লিখিত বইটির দাম ১,১৩০ টাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top