গুগল ইন্ডিয়া- এর হেড হলেন আই.আই.এম প্রাক্তন সঞ্জয় গুপ্ত

গুগল ইন্ডিয়া- এর হেড হলেন আই.আই.এম প্রাক্তন সঞ্জয় গুপ্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,  ১০ নভেম্বর, গুগল ইন্ডিয়া- এর হেড হলেন আই.আই.এম প্রাক্তন সঞ্জয় গুপ্ত। মহানগড়ের আই.আই.এম প্রাক্তন সঞ্জয় গুপ্ত ভারতে গুগুলের শীর্ষ পদ পেলেন। গুগল ইন্ডিয়ার হেড হলেন তিনি।

নতুন এই পদ পেয়ে তিনি খুবই খুশি। অবশ্য চলতি বছর এপ্রিলে এই পদ থেকে ইস্তফা দেন রঞ্জন আনন্দ। এখন সেই পদে এলেন আই.আই.এম প্রাক্তন সঞ্জয় গুপ্ত। নতুন পদে আসার পরই তিনি জানান, ভারতকে বিশ্ব সৃষ্টির কেন্দ্রস্থল হিসেবে তুলে ধরাই তাঁর একমাত্র লক্ষ।দেশ এবং দেশবাসীর অগ্রগতির স্বার্থেই ইন্টারনেটকে ব্যবহার করতে হবে। বিশ্ব দরবারের অঙ্গে প্রকাশ করবে এক নতুন ভারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top