গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পার্সোনালাইজেশন ফিচার

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পার্সোনালাইজেশন ফিচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অফবিট -গুগল সম্প্রতি কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য তাদের ফোন কলিং অ্যাপে বড়সড় আপডেট এনেছে। এই নতুন আপডেটের ফলে কলিং ইন্টারফেস সম্পূর্ণ বদলে গেছে, যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার ও অপশন। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় ফিচার হলো ‘কলিং কার্ড’, যা ব্যবহারকারীদের নিজেদের পছন্দমতো কন্ট্যাক্ট ছবি, ফন্ট ও ডিজাইন সেট করার সুযোগ দিচ্ছে। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন কলিং স্ক্রিনের ছবি শেয়ার করেছেন। আপডেটের পর থেকে ব্যবহারকারীরা এখন নিজেদের ইচ্ছামতো কলিং স্ক্রিন বেছে নিতে পারবেন। ইনকামিং কল রিসিভ করাও হয়েছে আরও সহজ—এখন শুধু সোয়াইপ করে বা এক ট্যাপেই কল গ্রহণ করা সম্ভব।

নতুন আপডেটের পর কলিং অ্যাপের ইন্টারফেসে একাধিক পরিবর্তন আনা হয়েছে। পছন্দের কন্ট্যাক্টগুলো এখন একটি সিঙ্গেল ট্যাবে সবার উপরে দেখা যাবে। পাশাপাশি সাম্প্রতিক কল এবং কথোপকথনগুলো একক কন্টেইনার বক্সের মধ্যে রাখা হয়েছে, যাতে সহজেই অ্যাক্সেস করা যায়। কন্ট্যাক্টগুলোর অবস্থানও বদলানো হয়েছে—এখন সেগুলো একটি নতুন নেভিগেশন বারে সরিয়ে আনা হয়েছে, যদিও উপরের তিন ডট মেনু থেকেও আগের মতোই কন্ট্যাক্টে পৌঁছানো যাবে।

ইনকামিং কল রিসিভ করার প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে। পূর্বে ভুলবশত কল কেটে যাওয়ার সমস্যা ছিল, যা এখন সোয়াইপ আপ বা ডাউন অপশনের মাধ্যমে সমাধান করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অনিচ্ছাকৃতভাবে কল বাতিল হওয়া থেকে রেহাই পাবেন।

গুগল দীর্ঘদিন ধরেই ফোন অ্যাপে এই পরিবর্তন আনার পরিকল্পনা করছিল। কয়েক মাস আগে সীমিত পরিসরে বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো চালু করা হয়েছিল। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর এখন তা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে, অপো, রিয়েলমি, শাওমি এবং অন্যান্য ব্র্যান্ডের নিজস্ব ইউজার ইন্টারফেসযুক্ত ফোনে এই পরিবর্তনগুলো কার্যকর হবে না। এই আপডেট শুধুমাত্র স্টক অ্যান্ড্রয়েড বা গুগলের অফিসিয়াল ফোন অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top