দিল্লি – গুজরাটের ভদোদরায় গম্ভীরা-মুজপুর সেতু ভেঙে পড়ে বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। অফিস টাইমে আচমকাই সেতুর মাঝ বরাবর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে একে একে নদীতে তলিয়ে যায় চারটি যান—দু’টি ট্রাক, একটি পিক আপ ভ্যান ও একটি ছোট গাড়ি। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দুর্ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনিক আধিকারিকেরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত অন্তত ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটির অবস্থা বেহাল ছিল, রক্ষণাবেক্ষণের অভাবই এই বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে।
