গুণধর ছেলের কীর্তি, অসিতিপর বাবাকে উত্তম মাধ্যম মার ছেলের। শুধু মারধর নয়, টেনে হিজড়ে মাটিতে ফেলে দিচ্ছে গুণধর ছেলে সঞ্জয়। সেই মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কীর্তিমান ব্যক্তির বিরুদ্ধে বেশির ভাগ মানুষ ক্ষোভ উগ্রে দিয়েছেন। সকলেই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার আবেদন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি হলদিয়া পৌরসভা এলাকার ১১নাম্বার ওয়ার্ডের। এই ১১নাম্বার ওয়ার্ডএর বাসিন্দা মন্টু মিস্ত্রিকে মারধর করছে তার ছেলে সঞ্জয় মিস্ত্রি।
বছর ৭০এর মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির কাজ করতেন। এখন অবসর কালীন জীবন যাপন করেন। গুণধর ছেলে সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত। শনিবারই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখা যায় সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে তিনি হিজরে বাড়ির বাইরে বাইরে বের করানোর চেষ্টা করে। তাতে বাধা দিতে দেখা যায় এক মহিলা সহ প্রতিবেশীকেও। সেই হাড়হিম দৃশ্য দেখি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন।
আরও পড়ুন – বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরারের ব্যবসা, ধৃত মহিলা
উল্লেখ্য, গুণধর ছেলের কীর্তি, অসিতিপর বাবাকে উত্তম মাধ্যম মার ছেলের। শুধু মারধর নয়, টেনে হিজড়ে মাটিতে ফেলে দিচ্ছে গুণধর ছেলে সঞ্জয়। সেই মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কীর্তিমান ব্যক্তির বিরুদ্ধে বেশির ভাগ মানুষ ক্ষোভ উগ্রে দিয়েছেন। সকলেই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার আবেদন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি হলদিয়া পৌরসভা এলাকার ১১নাম্বার ওয়ার্ডের। এই ১১নাম্বার ওয়ার্ডএর বাসিন্দা মন্টু মিস্ত্রিকে মারধর করছে তার ছেলে সঞ্জয় মিস্ত্রি। বছর ৭০এর মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির কাজ করতেন।
এখন অবসর কালীন জীবন যাপন করেন। গুণধর ছেলে সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত। শনিবারই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখা যায় সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে তিনি হিজরে বাড়ির বাইরে বাইরে বের করানোর চেষ্টা করে। তাতে বাধা দিতে দেখা যায় এক মহিলা সহ প্রতিবেশীকেও। সেই হাড়হিম দৃশ্য দেখি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন।