নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২১ শে আগস্ট : চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী অবলম্বনে নির্মিত গুমনামি বাবা ছায়াছবি বারাসাতের কোন সিনেমা হলে চলবে না। যদি কেউ এই ছায়াছবি প্রদর্শন করার চেষ্টা করেন তাহলে তার ফল হবে ভয়ানক।
প্রতিবাদ সভা করে এই কথা ঘোষণা করেন উত্তর চব্বিশ পরগনা জেলার ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই এই ছবিতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনীকে বিকৃত করে শুধু তাকেই নয় গোটা বাংলা তথা বাঙালী জাতির অপমান করা হয়েছে।
অবিলম্বে গুমনামি বাবা ছায়াছবি প্রদর্শন বন্ধ করার দাবীতে আন্দোলন বিক্ষোভের পথে জেলার ফরওয়ার্ড ব্লক । এদিন শেঠপুকুরে প্রতিবাদ সভা ও যশোর রোডে প্রতীকী পথ অবরোধ কর্মসূচী পালন করা হয়।